সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে অয়েল ডিপোতে থাকা একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম কিবরিয়া জাগো নিউজকে জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পরে ও বাঘাবাড়ী ও পাবনার বেড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, লরির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
এম এ মালেক/আরএইচ/এএসএম