বিনোদন

নিজের সাফল্যের গল্প শোনাবেন মিম

আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফিতে অতিথি হিসেবে থাকবেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। লেট নাইট কফি অনুষ্ঠানটি মূলত রাতজাগা দর্শকদের জন্য। এখানে আগত অতিথি হিসেবে মিম তার জীবনের উত্থান-পতন এবং ক্যারিয়ারের সাফল্যের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলাপে মেতে উঠবেন জনপ্রিয় এই অভিনেত্রী।এছাড়া সেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্যজনের জন্য কীভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন। টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করা হবে।মারিয়া নূর ও তৌসিফের উপস্থাপনায় এবং সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ (শনিবার) রাত ১২টা ১মিনিটে।এনই/এইচএন/এমএস