দেশজুড়ে

কিশোরগঞ্জের পৌর এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে অর্ধশত পরিবার

টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের হোসেনপুরের বিভিন্ন ওয়ার্ডের বাসা-বাড়িতে পানি উঠতে শুরু করেছে। এতে করে দুর্ভোগে পড়েছে অর্ধশত পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার অভিযোগ এলাবাসীর।

জানা গেছে, হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বীপেশ্বর পুরাতন সখি সিনেমা হল এলাকার তাপস বনিকসহ আশ-পাশের বাসা-বাড়িতে এখন হাঁটু পানি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জমা পানিতে ময়লা আবর্জনা ভেসে উঠেছে। ময়লা পানির মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে সবাইকে। এছাড়া পৌরসভার পূর্ব দ্বীপেশ্বর, ঢেকিয়া, আড়াইবাড়িয়া ও ধূলজুরী এলাকায় পানি চলাচলের রাস্তায় মাটি ভরাটের ফলে পানি আটকা পড়েছে।

আরও পড়ুন: তিন সংস্থার উন্নয়ন কর্মকাণ্ডে নাজেহাল খুলনা নগরবাসী

ভুক্তভোগী তাপস বনিক জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাসা বাড়িতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শিশুদের নিয়ে দুশ্চিন্তায় আছি।

হোসেনপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবি হোসেন জানান, এ ব্যাপারে পৌর মেয়রের সঙ্গে কথা হয়েছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/জেএস/জিকেএস