দেশজুড়ে

লালমনিরহাট জেলা কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট জেলা কারাগারে শাহ নাজমুল হোসেন (৩৩) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫টায় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। নাজমুল হোসেন হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম এলাকার মৃত সোলেমান গনির ছেলে। তিনি টংভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে একটি এনজিওর মামলায় নাজমুল কারাগারে ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন বলেন, সে একটি এনজিওর মামলায় কারাগারে ছিল। বিকেলে শুনলাম তার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা জানা নেই।

লালমনিরহাট কারাগারের জেল সুপার মুহাম্মদ ওমর ফারুক জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রবিউল হাসান/এমআরআর/এএসএম