বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিচ্ছে রংপুর জেলা যুবলীগ।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথম পর্যায়ে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বুঝিয়ে দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মেহেদী হাসান সিদ্দিকী রনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে রংপুরে প্রাথমিক পর্যায়ে ১০ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হলো। পরবর্তীতে আরও ৮৩ জনকে হুইলচেয়ার দেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াসিমুল বারি শিমু ও যুবলীগের সাবেক জেলা সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, মেরাজুল ইসলাম মেরাজ।
জিতু কবীর/এসজে/এমএস