দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন রোববার : প্রস্তুতি সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার। ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। শনিবার দুপুরে কড়া পুলিশি প্রহরায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৪৮টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া জাগো নিউজকে জানান, ভোটগ্রহণের জন্য সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়ে দেয়া হয়েছে। ভোটগ্রহণ চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও সার্বক্ষণিক কাজ করবেন বলেও জানান তিনি।উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ দুই হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ২৭ জন এবং নারী ভোটার ৫১ হাজার ৯১০ জন।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এবিএস