দেশজুড়ে

পাকুন্দিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার স্থানীয় এক স্কুলে শিক্ষক নিয়োগের জের ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। এসময় দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯১ রাউন্ড শটগানের গুলি ও চার রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।শনিবার দুপুরে পাকুন্দিয়া চণ্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।পুলিশ জানায়, উপজেলার কোদালিয়া এস.আই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ পাঁচটি পদে নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষক ঘাগড়া গ্রামের জয়নাল আবেদিন মিলন স্কুলে যোগদান করতে গেলে কোদালিয়া গ্রামের লোকজন বাধা দেয়।এক পর্যায়ে ঘাগড়া ও কোদালিয়া গ্রামের লোকজন বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পাকুন্দিয়া থানা পুলিশ, হোসেনপুর থানা পুলিশ ও কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান শাহীন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি