রাজনীতি

দাঁড়িয়ে থেকেও ক্লান্তিহীন বিএনপির নেতাকর্মীরা!

ছয় বছর পর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আমেজ সৃষ্টি হয়েছে।কাউন্সিলে বেশির ভাগ ডেলিগেটরসরা বসার জায়গা না পেয়েও সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন। তবুও তাদের মধ্যে যেন কোনো ক্লান্তি নেই।অনেকদিন পর জাতীয় এবং তৃণমূলের নেতাকর্মীরা নিজেরা একত্রিত হতে পেরে যেন আনন্দের সীমা নেই তাদের মাঝে। আর তাদের এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা কর্মীদের মাঝে যেন কোনো ক্লান্তির ছোয়া নেই।কাউন্সিল উপলক্ষে শুধু আমন্ত্রিত অতিথিরাই নয় নিজ উদ্যোগেই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকেই। এসব আগত নেতাকর্মীদের মহুর্মুহু করতালি আর স্লোগানে প্রকম্পিত হচ্ছে কাউন্সিলস্থলসহ আশে-পাশের এলাকা।এএস/একে/এবিএস