খেলাধুলা

জাগো এফএমের বিরতিহীন ধারাভাষ্যে বিপুল সাড়া

মাশরাফি-সাকিবদের মাঠের লড়াইয়ের খবর প্রথমবারের মত ভক্তদের কাছে বিরতিহীনভাবে পৌঁছে দিচ্ছে দেশের জনপ্রিয় রেডিও স্টেশন জাগো এফএম ৯৪.৪। শুধু বাংলাদেশের খেলাই নয়, পুরো বিশ্বকাপের সকল ম্যাচের ধারাভাষ্য বিরতিহীনভাবে প্রচার করছে জাগো এফএম। আর বিরতিহীন ধারা বিবরণী প্রচার করায় ভক্তরাও দিচ্ছেন বিপুল সাড়া।জাগো এফএমের বিরতিহীন ধারাবিবরণী প্রচার করার কারণে, জনপ্রিয়তা নিয়ে স্টেশন ম্যানেজার উদয় চৌধুরী বলেন, ‘আমরা বিপুল সাড়া পাচ্ছি। এতোটা আশাও করিনি। শুধু দেশে না দেশের বাইরে থেকেও প্রচুর সাড়া পাচ্ছি। আসলে ভক্তরা ক্রিকেট কমেন্ট্রি শুনতে চায়, বিজ্ঞাপন নয়। অন্যান্য রেডিওতে যা হয় প্রতি ওভার পরেই বিজ্ঞাপন দেওয়া হয়। কোন উইকেট পড়ার সাথে সাথেই বিজ্ঞাপন। এমনকি, বাউন্ডারি হলেও বিজ্ঞাপন প্রচার করে। এমনও হয় যে, বল হয়ে গেছে অথচ তারা বিজ্ঞাপন প্রচার করছে। মূলতঃ এ কারণেই ক্রিকেটভক্তরা আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন।’দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জাগো এফএম এখন জনপ্রিয়তার তুঙ্গে। এ নিয়ে স্টেশন ম্যানেজার আরও বলেন, ‘আমাদের রেডিওতে শুধুমাত্র দুই ইনিংসের মাঝে ১০ মিনিট বিরতি দেওয়া হয়। এ সময়ে আমরা দেশ ছাড়াও বিদেশ থেকেও প্রচুর কল পাই। প্রবাসী বাংলাদেশীরাও ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেডিও শুনছেন। গত বৃহস্পতিবার দুই ইনিংসের বিরতির ১০ মিনিটে ৯৮টা বিদেশি কল ধরতে হয়েছে।’জাগো এফএমে নিয়মিতভাবে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন খ্যাতনামা ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ ও এসএম শাকুর। এছাড়াও শুরু থেকে নিয়মিত থাকছেন বাংলাদেশের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা। হাবিবুল বাশার সুমন, মেহরাব হোসেন অপি, সানোয়ার হোসেন, হাসিবুল হোসেন শান্তদের মত সাবেক তারকা ক্রিকেটাররা থাকছেন জাগো এফএমের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসাবে। সুতরাং, বিশ্বকাপের ধারাবিবরণী বিরতিহীনভাবে শুনতে হলে টিউন করুণ জাগো এফএম ৯৪.৪-এ।আরটি/আইএইচএস/এবিএস