জাতীয়

ইউপি নির্বাচনের প্রচারণা রোববার থেকে বন্ধ

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা রোববার মধ্যরাত থেকে শেষ হচ্ছে। মঙ্গলবার (২২ মার্চ) প্রথম ধাপের ভোট হবে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রার্থী ও তাদের সমর্থকদের যেকোনো নির্বাচনী প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে। এজন্য ২০ মার্চ মধ্যরাত অর্থাৎ রাত ১২টা থেকে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে প্রার্থী ও সমর্থকদের।  দেশের প্রায় সাড়ে ৪ হাজার নির্বাচন উপযোগী ইউপিগুলোতে মোট ছয় ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রথম ধাপে ৭৩২টি ইউপিতে নির্বাচন হবে। এইচএস/একে/এবিএস