ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রায়েরবাজার পোস্ট অফিস গলির একটি বাসা থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, গ্রেফতারের পর বকুলকে বৃহস্পতিবার বিকেলে ফেনী এনে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদ্বীপ কুমার দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বকুলের বিরুদ্ধে অন্তত ২৩টি মামলা রয়েছে। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এমএস