রাজনীতি

পাকিস্তানি দূতাবাস এখন কাশিমবাজার কুঠি : নৌমন্ত্রী

পাকিস্তানি দূতাবাস এখন কাশিমবাজার কুঠিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন।শনিবার যশোরের সম্মিলনী ইনস্টিটিউশনের ১২৫ বর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন তিনি।বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতাকে রুখতে যেমন চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল, তেমনি সেই ষড়যন্ত্রের ধারা এখনো অব্যাহত রয়েছে। একাত্তরে পরাজিত শত্রু পাকিস্তান এখনো আমাদের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। পাকিস্তানি দূতাবাস এখন কাশিমবাজার কুঠিতে পরিণত হয়েছে। সেই দূতাবাসের কর্মী আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে জালটাকা ছড়াতে গিয়ে ধরা পড়েছে। আরেক কর্মী জঙ্গিবাদের মদদদাতা হিসেবে চিহ্নিত হওয়ায় পাকিস্তান তাকে প্রত্যাহার করে নিয়েছে। তাই এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে।  নৌমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে যারা যুদ্ধাপরাধ করেছিল তাদের বিচার চলছে। এ বিচার প্রক্রিয়া নস্যাৎ করতে তৎপর জামায়াত-বিএনপি চক্র। বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন বলে তারা নির্লজ্জ মিথ্যাচার করে। মুক্তিযুদ্ধে যারা হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠন করেছে বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেননি। তাদের বিচার চলছিল। চিকন আলী নামে এক রাজাকারকে মৃত্যুদণ্ডও দেয়া হয়েছিল। তাই এসব স্বাধীনতা বিরোধীদের প্রতিহত না করতে পারলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর বৃহত্তর যশোরের উপ-প্রধান রবিউল আলমের  সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সম্মিলন ইন্সটিটিউশন যশোরের বর্তমান প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার, প্রাক্তন ছাত্র প্রফেসর অসিত বরণ ঘোষ, প্রাক্তন শিক্ষক প্রবোধ চন্দ্র সাহা, তারাপদ দাস, মনুজ কান্ত মজুমদার, রবিউল হোসেন, দাস দুলাল হরি প্রমুখ।মিলন রহমান/এআরএ/এবিএস