দেশজুড়ে

ডিমের দামে কারসাজি করায় জরিমানা

ফরিদপুর শহরে ডিমের দামে কারসাজি করার দায়ে অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়ক এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

তিনি জাগো নিউজকে বলেন, ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আড়ত ও ডিপোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, রসিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ফরিদপুর সদর উপজেলার বাইপাস সড়কে অ্যাডভান্সড পোলট্রি আন্ড ফিশ ফিড লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

এন কে বি নয়ন/এসআর/এএসএম