ইউক্রেন সংকট ইস্যুতে প্রাচ্য এবং পাশ্চাতের যে অচলাবস্থা দেখা দিয়েছে, তা ইউরোপে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আর এ ঝুঁকি ১৯৮০ সালের চেয়ে বেশি বলে শনিবার সতর্ক করে দিয়েছেন রাশিয়ার সাবেক মন্ত্রী ইগর ইভানভ। খবর রয়টার্স ও ডেইলি মিররের।১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত দায়িত্বে থাকা এ মন্ত্রী বলেছেন, ইউরোপে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি মোকাবেলা করা ১৯৮০ সালের চেয়ে কঠিন। বর্তমানে রাশিয়া সরকারের থিঙ্ক ট্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইভানভ।রাশিয়া এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের উৎপাদন কমিয়ে আনলেও এর গতি অনেক কম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, এ দুটি দেশের কাছে বর্তমানে ৭ হাজারেরও বেশি ওয়ারহেড রয়েছে। যা বিশ্বের অন্যান্য দেশের হাতে থাকা ৯০ শতাংশ পরমাণবিক অস্ত্রের সমান।ইগর ইভানভ বলেন, আমাদের কাছে কম পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু এগুলো ব্যবহারের ঝুঁকি বাড়ছে। ব্রাসেলসে ইউক্রেন, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন যুক্তরাষ্ট্রের এক সাংসদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিকে, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ পারমাণবিক অস্ত্র সম্পর্কে কথা বলে প্রতিবেশীদের ভয় দেখানোয় রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন।যুক্তরাষ্ট্র ইউরোপে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করায় এ ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছেন ইগর ইভানভ। এসআইএস/আরআইপি