দেশজুড়ে

স্ত্রীকে হত্যার পর মরদেহ ট্যাংকিতে ফেলে পালালেন স্বামী

ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামে স্ত্রীকে হত্যা করে বাথরুমের ট্যাংকির মধ্যে মরদেহ ফেলে পালিয়েছেন স্বামী।

রোববার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রঙ্গ বেগম (৩৫) উপজেলার পিয়াজখালী ইউনিয়নের বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে আবুল বেপারী হাবুর সঙ্গে রঙ্গ বেগমের বিয়ে হয়। তাদের ঘরে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। স্বামী আবুল হোসেন হাবু তার শ্বশুরবাড়িতে স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে শনিবার (১২ আগস্ট) রাতে রঙ্গ বেগমকে হত্যা করেন তার স্বামী। পরে গভীর রাতে মরদেহ বাথরুমের ট্যাংকির মধ্যে ফেলে ঢাকনা লাগিয়ে পালিয়ে যান। সকালে রঙ্গ বেগমের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাথরুমের ট্যাংকির ঢাকনা এলোমেলো দেখে সন্দেহ হয়। ঢাকনা সরালে মরদেহটি ভেসে থাকতে দেখা যায়। পরে সদরপুর থানা পুলিশে বিষয়টি অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে হাবুল বেপারিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এন কে বি নয়ন/এফএ/জিকেএস