কথায় আছে, শখের দাম লাখ টাকা। শখ পূরণ করতে মানুষ কতো কী না করে। কেউ কেউ তো ইচ্ছা পূরণের শরীরের মূল্যবান অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করেন না। সম্প্রতি চীনা এক তরুণ শখ পূরণ করতে অঙ্গ বিক্রি পর্যন্ত না গেলেও, যা করেছেন তা অবাক করবে অনেককেই।
হংকং ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, মোটরসাইকেল কিনতে চেয়েছিলেন চীনের হেনান প্রদেশের শিয়াওহুয়া নামের এক তরুণ। কিন্তু তাতে রাজি হননি তার মা-বাবা। শেষমেশ খায়েশ পূরণ করতে উত্তরাধিকার সূত্রে দাদুর কাছ থেকে পাওয়া বাড়ি অর্ধেক দামে বিক্রি করার সিদ্ধান্ত নেন ১৮ বছর বয়সী ওই তরুণ।
পরিকল্পনা অনুযায়ী একদল এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন শিয়াওহুয়া। ওই সম্পত্তির বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৫২ লাখ ৯২ হাজার ৯০৯ টাকা। অথচ বাইক কেনার জন্য মাত্র ৭৯ লাখ ২১ হাজার ৫১২ টাকায় ওই বাড়ি বিক্রি করতে রাজি হয়ে যান তিনি। বিষয়টি নিয়ে এজেন্টদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেন শিয়াওহুয়া।
একপর্যায়ে শিয়াওহুয়ার মা বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে বাড়ি বিক্রি বন্ধ করতে ওই এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। চুক্তি বাতিল করতে এজেন্টদের কাছে আর্জি জানান তরুণের মা। কিন্তু এজেন্টরা তাতে রাজি হন না।
উপায় না দেখে, দ্রুত সময়ের মধ্যে আদালতের দারস্থ হন শিয়াওহুয়ার মা-বাবা। আদালত ওই তরুণ ও দুই সম্পত্তি ব্যবসায়ীর মধ্যে হওয়া চুক্তির কাগজপত্র পরীক্ষা করেন ও চুক্তিটিকে অন্যায্য বলে মনে করেন।
এরপর বিচারক বিক্রয় দলিল পরীক্ষা করেন এবং শিয়াওহুয়া ও এজেন্টদের মধ্যকার কথোপকথন শোনেন। বিস্তারিত শোনার পর আদালত জানান, ওই তরুণ সম্পত্তির বাজারমূল্য সম্পর্কে জানতো না। আর এই সুযোগ কাজে লাগিয়ে এজেন্টরা শিয়াওহুয়ার কাছ থেকে অনেক কম দামে বাড়িটি কিনে নিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত আদালত চুক্তিটি বাতিল ঘোষণা করেন ও সম্পত্তির মালিকানা শিয়াওহুয়াকে ফিরিয়ে দেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
এসএএইচ