জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনীতে ১০০ গরু জবাই করে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কাঙালি ভোজ আয়োজনের প্রস্তুতি চলছে।
এছাড়াও নানা কর্মসূচি গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরসহ সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ।
ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকার জানান, ফেনীর ৪৩টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় ১০০টি গরু জবাই করে কাঙালি ভোজের ব্যবস্থা করা হচ্ছে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৪ আগস্ট) বিকেলে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের হাতে গরুগুলো হস্তান্তর করেন। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মুরগি ও খাসি দিয়ে খাবারের আয়োজন থাকবে। দলের সকল সহযোগী সংগঠন একযোগে এসব কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন।
অন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের রয়েছে নানা আয়োজন। এছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও ফেনী কলেজ ছাত্রলীগের আয়োজনে দেয়ালিকা প্রদর্শনীর আয়োজনসহ কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনসহ নানা আয়োজন রয়েছে।
পাশাপাশি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদারের উদ্যোগে ফ্রি চিকিৎসা কর্মসূচির আয়োজন রয়েছে।
ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রকাশনা বের করছে সংগঠনটি।
আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম