ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ।এ পৌরসভার মোট ৩৭,১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮,৬৩০ জন ও নারী ভোটার ১৮,৪৭৩ জন।এখানে ১৯টি ভোটকেন্দ্রে ১২০টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে প্রতিটিই গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। নির্বাচনে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৬ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত রয়েছেন।এসএস/এমএস