আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত : নিহত ৭

ব্রাজিলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছে। শনিবার উত্তরাঞ্চলীয় সাও পাওলো এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির একটি বৃহত্তম খনি কোম্পানী ভ্যালির সাবেক নির্বাহী প্রধান এবং তার পরিবারের সদস্যরা ওই বিমানের আরোহী ছিলেন। তারা সবাই ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ওগ্লোবো নামে একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, এক পাইলট এবং সাত আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় ভ্যালির সাবেক নির্বাহী রোজার এগনেলি, তার স্ত্রী, দুই সন্তানসহ সাতজন নিহত হয়েছেন। সাও পাওলো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু পরেই বিমানটি একটি বাড়িতে আঘাত হানে। এতে বিমানটি বিধ্বস্ত হয়ে এর সব আরোহী প্রাণ হারায়। এছাড়া আহত হয়েছে আরো একজন। ওই দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। টিটিএন/এমএস