মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার কিউবায় সফর করবেন। তার এই সফরকে ঐতিহাসিক সফর হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেননা ১৯২৮ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট কিউবায় সফর করছেন। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করতেই এ সফরে পাচ্ছেন ওবামা। এর আগে ১৯২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ প্রথমবারের মতো কিউবায় সফর করেছিলেন। ১৯৫৯ সালে কিউবার তৎকালিন সরকারের সঙ্গে মার্কিন সম্পর্কের অবনতি ঘটে। এতদিন ধরে দু`দেশের মধ্যে সম্পর্ক ওই অবস্থাতেই ছিল এবং এর কোনো উন্নতি হয়নি। ওবামার সফরের মাধ্যমে দু`দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে বলে আশা করা যায়।এই সফরে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করবেন ওবামা। দু`দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করবেন তারা।ইতোমধ্যেই দু`দেশের মধ্যে সরাসরি চিঠি আদান-প্রদান চালু হয়েছে। সম্প্রতি কিউবার এক নারী ওবামাকে তার বাড়িতে এক কাপ কফি পানের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলেন। ওই চিঠির উত্তর দিয়েছেন ওবামা। এতে করে দু`দেশের মধ্যে দীর্ঘদিনের শীতল যুদ্ধের অবসান হলো। দেশটিতে ওবামার সফরের মাধ্যমে এই সম্পর্ক আরো কয়েক ধাপ এগিয়ে যাবে। টিটিএন/আরআইপি