দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি পৌরসভা নির্বাচন বর্জন করেছেন। রোববার দুপুর সোয়া ১২টায় শহরের কলেজপাড়াস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকরা ৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র দখল করে ব্যাপক ভোট কারচুপি করেছে। এছাড়া বেশ কিছু কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেয়ারও অভিযোগ করেন তিনি।এ সময় হাফিজুর রহমান মোল্লা কচি নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিও জানান।সংবাদ সম্মেলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, দফতর সম্পাদক মো. মমিনুল হক প্রমুখ।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস