কলকাতার বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায় বলেছেন, সহকর্মী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এর ফিল্ম এ ভিন্ন ধাচের চরিত্রে অভিনয় করে তার অভিনয় জীবনে লক্ষ পূরণ হয়েছে। মুভিটির ট্রেলার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রসেনজিত এ কথা বলেন।গ্রীন টাচ এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় এবং পরমব্রত চাট্টাপাধ্যায়রে পরিচালনায় এই মুভিতে অভিনয়ন করেছেন, প্রসেনজিৎ চ্যাটার্জী, ইন্দ্রশীষ, পায়েল সরকার, খারাজ মূখার্জী, কাঞ্চন মল্লিক প্রমূখ। সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাস গুপ্তা।