জাতীয়

পটিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- রুমা আকতার (৮) ও সুবর্ণা আকতার সোমা (৭)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে পটিয়া পৌরসদরের তালতলা চৌকি এলাকার পদ্মপুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই বোন কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও রাজঘাট বেপারিপাড়ার মোহাম্মদ সেলিমের মেয়ে। তারা পরিবারের সঙ্গে তালতলা চৌকি এলাকার মোহাম্মদ মহরম আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, তালতলা চৌকি এলাকায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাসার পাশের একটি পুকুরে অন্য এক শিশুসহ দুই বোন গোসল করতে নামে। তারা সাঁতার জানতো না। একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী এক শিশুকে পুকুরে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এতে শিশুটি প্রাণে রক্ষা পেলেও দুই বোন পানিতে তলিয়ে যায়।

পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে জাল দিয়ে তল্লাশি চালিয়ে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম