আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে পালন করা হলো ‘খেলা হবে দিবস’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা দিয়েছিলেন রাজ্যজুড়ে পালন করা হবে ‘খেলা হবে দিবস’। সে ঘোষণা অনুযায়ী, বুধবার (১৬ আগস্ট) বৃষ্টির মধ্যেই রাজ্যজুড়ে দিবসটি পালন করেছে তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক ও পৌরসভা এলাকায় ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পালন করা হয় এ দিবস। ‍বুধবার উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে ‘খেলা হবে দিবস’ পালন করা হয়। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী একাদশ বনাম ব্যারাকপুর পৌরপ্রধান উত্তম দাস একাদশের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে এ দিবস পালন করা হয়।

আরও পড়ুন: কলকাতায় ঝটিকা সফরে দ্রৌপদী মুর্মু

মঙ্গলবার (১৫ আগস্ট) ‘খেলা হবে দিবস’ উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিশেষ শুভেচ্ছা বার্তা দেন। বিশেষ করে, যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আরও বেশি করে যেন তারা এই দিবসের বিভিন্ন আয়োজনে অংশ নেন।

২০২১ সালের নির্বাচনে ‘খেলা হবে’ শব্দ দুটি যেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড় তুলেছিল। তৃণমূল কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখে প্রায় প্রতিদিনই শোনা যেত এই কথা।

আরও পড়ুন: বোরকা পরে ওয়াশরুমে ঢুকে নারীদের ভিডিও ধারণ, যুবক আটক

গত বিধানসভা নির্বাচনে প্রচারণার সময় মমতা ব্যানার্জির পায়ে চোট লাগে। এর পরপরই ‘খেলা হবে’ স্লোগানের সঙ্গে জুড়ে যায় ‘ভাঙ্গা পায়ে খেলা হবে’। নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পরই মমতা ঘোষণা দেন, এবার থেকে রাজ্যজুড়ে ‘খেলা হবে দিবস’ পালন করা হবে।

ডিডি/এসএএইচ