কলকাতায় ঝটিকা সফরে দ্রৌপদী মুর্মু

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৭ আগস্ট ২০২৩
ছবি: সংগৃহীত

পাঁচ ঘন্টার ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এ সময় তিনি একাধিক কর্মসূচি উদ্বোধন করেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ভারতীয় প্রেসিডেন্ট।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিমানবন্দর থেকে সোজা কলকাতার রাজ ভবনে যান প্রেসিডেন্ট। সেখানে ‘নেশামুক্ত ভারত অভিযান’ শীর্ষক মাদকবিরোধী কর্মসূচি উদ্বোধন করেন তিনি। 

রাজভবনে মাদক বিরোধী অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন প্রেসিডেন্ট। মধ্যাহ্নভোজ শেষে সোজা গার্ডেনরিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যান দ্রৌপদী মুর্মু। সেখানে ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক রণতরী ‘বিন্ধ্যগিরি’ উদ্বোধন করেন তিনি।

তিন বাহিনীর প্রধান হিসেবে এ যুদ্ধ জাহাজের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে জাহাজের গায়ে স্বস্তিকা চিহ্ন এঁকে দেন প্রেসিডেন্ট। পাশাপাশি নারকেল ফাটিয়ে, মালাও পরিয়ে দেন।

রণতরী উদ্বোধনের সময় ভারতীয় প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধন শেষে বিকেলেই দিল্লিতে ফিরে যান দ্রৌপদী মুর্মু।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।