দেশজুড়ে

পল্লি কবির বাড়ি যাওয়ার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর শহরের চুনাঘাটা থেকে পল্লি কবি জসীম উদ্দীনের বাড়ি পর্যন্ত কুমার নদের বেড়িবাঁধ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রায় ৪ বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মো. কবির শেখ বলেন, দীর্ঘ ৪ বছর ধরে সড়কটির বেশ কয়েক জায়গায় ধ্বসে পড়ে ও অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পল্লি কবির বাড়ি যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে আগত দর্শনার্থীদের। ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স এমনকি সাধারণ যানবাহনও চলাচল করতে পারে না। প্রতিনিয়ত এ রাস্তায় চলাচলকারী রিকশা-ভ্যান উল্টে মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। এছাড়া ভাঙন হুমকিতে রয়েছে কয়েকশ বসতবাড়ি। সড়ক সংস্কার ও বসতবাড়ি রক্ষার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা আকবর হোসেন বলেন, গত বছর সড়কের বিভিন্ন স্থানে কিছু বালুর বস্তা ফেলা হয়েছিল। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। স্থায়ীভাবে ব্যবস্থা না নিলে কুমার নদ সংলগ্ন সড়কটি বিলীন হয়ে যাবে। মো. বাবর আলী বলেন, কুমার নদের বেড়িবাঁধ সড়কটির বিভিন্ন স্থানে ধ্বসে গেছে। আমাদের খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝে মধ্যেই রিকশা ভ্যান উল্টে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে । আরেক বাসিন্দা হারুন মন্ডল বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কবির বাড়িতে আসেন দর্শনার্থীরা। তাদেরও বিপাকে পড়তে হয়। যদিও অন্য আরেকটি সড়ক রয়েছে, কিন্তু ওই সড়ক দিয়ে অনেক ঘুরে আসতে হয়। তাই দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানাই।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল শেখ বলেন, সড়কটি সংস্কারে পৌরসভার পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, গত বছর ওই সড়কের ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছিল। এবছর এখনো ভাঙন দেখা দেয়নি, তবে ভাঙন দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এমএইচআর/জিকেএস