দেশজুড়ে

বেড়েছে সবজির দাম, কমেছে ডিমের

রাজশাহীর বাজারে সব ধরনের সবজি বাড়লেও কমেছে ডিমের দাম। এছাড়া বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়

শনিবার (১৯ আগস্ট) নগরীর সাহেববাজার, নিউমার্কেট ও সাগরপাড়া ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজারে সোনালী মুরগি প্রতি কেজি ২৮০ টাকা, দেশী মুরগি পাওয়া যাচ্ছে ৪৫০ টাকা কেজিতে। এছাড়া পাতিহাঁস পাওয়া যাচ্ছে ৪৫০ টাকায়। এদিকে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও গরুর মাংস প্রতি কেজি ৭২০ ও খাসি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম বেড়েছে ২০ টাকা 

সাহেব বাজারের মুরগি ব্যবসায়ী সাগর হোসেন বলেন, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে চাহিদা বাড়িয়ে দেয় খামারিয়া। এজন্য সরবরাহ কম হয়। সরবরাহ বেশি থাকায় কিছুদিন আগেও কেজি প্রতি ১৫০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি করেছি। এখন সেই মুরগি ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। হয়তো দাম ২০০ ছাড়াতে পারে।

সাহেব বাজারে মুরগি কিনতে এসেছেন রেস্তরাঁ ব্যবসায়ী নবাব হোসেন। তিনি বলেন, ব্রয়লার মুরগি রেস্তোরাঁ ব্যবসায়ীদের নিত্যদিনের প্রয়োজন। কিন্তু যেভাবে দাম বাড়ছে এতে করে আমাদের খাবারে প্রভাব পড়ছে। কিন্তু কিছু করার নেই। বেশি দামে হলেও কিনতে হচ্ছে।

এ সপ্তাহে মুরগির ডিমের দামও কমেছে। বিভিন্ন পাড়া মহল্লার দোকানে লাল ডিম ৪৮ টাকা হালি, সাদা ডিম ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে লালা ডিম ৪৬ ও সাদা ৪৪ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এদিকে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ টাকায়। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা, ভারতীয় ৬০ টাকা, আদা ২২০, রসুন দেশি ২২০ টাকা ও ভারতীয় ১৮০ টাকায় বিক্রি হয়েছে।

আরও পড়ুন: কমেনি মুরগির দাম, বেড়েছে সবজির 

আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, দেশী আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজিতে। এ সপ্তাহে পটল ৪০ টাকা কেজি, লাউ ৪০ থেকে টাকা, কচু ৮০ টাকা, কাঁকরোল ৮০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢ্যাঁড়স ৪০, করলা ৪০, শসা ৫০ টাকা, বরবটি ৫০, সজনে ৫০, ঝিঙে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে ইলিশ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১২০০ থেকে ১৮০০ টাকায়। প্রতি কেজি পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা, টেংড়া ৬০০ টাকা কেজি, শিং মাছ বিক্রি হচ্ছে কেজি ৬০০ টাকা, পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকা, চাষের কই প্রতি কেজি ৪৫০ টাকা, দেশি কই ৬০০ টাকা, বড় তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৫০ টাকা, ছোট তেলাপিয়া ১৫০, রুই মাছ বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৬০ টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা ও সিলভার কার্প ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজশাহী জেলা বাজার মনিটরিং কর্মকর্তা অফ্রিন হোসেন বলেন, বাজারে ডিমের দাম কমেছে। এছাড়াও বয়লার মুরগি ও সবজির দাম কিছুটা বেড়েছে। আমরা মনিটরিং করছি। আশা করছি দাম কমে যাবে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস