লঙ্কান প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যে দল জিতবে, তারাই দ্বিতীয় দল হিসেবে নাম লেখাবে ফাইনালে। আগেই ফাইনালের জায়গা নিশ্চিত করে রেখেছে ডাম্বুলা অওরা।
দ্বিতীয় কোয়ালিয়ারের লড়াইয়ে সাকিব আল হাসান ও লিটন দাসের দল গল টাইটান্সের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৮ রানের। ৭ উইকেটে ১৫৭ করেছে বি-লাভ ক্যান্ডি।
ক্যান্ডি চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করালেও গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব বল হাতে বেশ মিতব্যয়ী। ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।
ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩০ বলে ৩ চার আর ৪ ছক্কায় খেলেন ৪৮ রানের ইনিংস। এছাড়া দিনেশ চান্দিমাল ৩৭ বলে ৩৮ আর অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৭ বলে করেন ২৪ রান। শেষদিকে নেমে ৬ বলে একটি করে চার-ছক্কায় ১৫ রানের ক্যামিও খেলেন চতুরঙ্গ ডি সিলভা।
এমএমআর/এমএস