দেশজুড়ে

হবিগঞ্জে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ভিড়

হবিগঞ্জে দুদিন ব্যাপী নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ ভিড় জমান। শনিবার (১৯ আগস্ট) বিকেলে শহরতলীর কালারডোবা হাফরার হাওরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উমেদনগর স্বাধীন স্পোটিং ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে সাতটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের আব্দুল গফুর কালা মিয়ার নৌকা, রানারআপ হয় শিকারপুরের আসমত আলীর নৌকা ও দৌলতপুর গ্রামের আবুল কালামের নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ঘোড়া, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ ও তৃতীয় পুরস্কার এলইডি টেলিভিশন দেওয়া হয়। এছাড়া অংশগ্রহকারীদের জন্য ছিল সৌজন্য পুরস্কার।

আরও পড়ুন: ফরিদপুরে ঐতিহ্যের নৌকাবাইচ দেখতে মানুষের ভিড়

উমেদনগর স্পোটিং ক্লাবের সভাপতি আলাই চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সুবিদপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল হান্নান, শিক্ষক আফজল মিয়া, স্বাধীন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম