বঙ্গবন্ধু প্রজন্মলীগের বগুড়ার শেরপুর উপজেলা সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি ককটেল ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার বিকেলে শেরপুর পৌর-শহরের দুবলাগাড়ি এলাকায় জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।জাকির দুবলাগাড়ি এলাকার আব্দুল গফফারের ছেলে। পুলিশ শেরপুর পৌর-শহরের বনিকপাড়া এলাকা থেকে প্রথমে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে অভিযান চালিয়ে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, সোমবার আমিরুল ইসলাম চৌধুরী নামের একজন চিকিৎসককে অপহরণের পর বিবস্ত্র করে ছবি তুলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই ঘটনায় জড়িত ছিল জাকির। পরে বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতা জাকির হোসেনকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকেই জাকির হোসেন পলাতক ছিলেন।তিনি আরো জানান, জাকির হোসেনকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে।এআরএ/এবিএস