জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে তবিয়র রহমান (৩৮) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে মরদেহটি মর্গে পাঠানো হয়।
তবিয়র রহমান ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের তালুকদার পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
আরও পড়ুন: ডাস্টবিনে পড়ে ছিল নবজাতকের মরদেহ
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় তবিয়র অটোরিকশা চার্জে দিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যার। তিনি রাতে আর বাড়ি ফিরেননি। এরপর রোববার সকালে শিবপুর গ্রামের ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। মরদেহেরে পাশে বিষের বোতল পাওয়া গেছে।
আরএইচ/এমএস