জাতীয়

ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১১ বছর পর গ্রেফতার

ফরিদপুরের সদরপুর এলাকায় এক গৃহবধুকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনার ১১ বছর পর রোববার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লার চান্দিনার কালিয়ারচর পূর্ববাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চুন্নু মাতুব্বর (৫৫) ফরিদপুর সদরপুর থানার চর ব্রাহ্মন্দী গ্রামের নিহত রহিম মাতুব্বরের ছেলে।

সোমবার (২১ আগস্ট) র‌্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান এ তথ্য জানান।

আরও পড়ুন>> ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রমিক লীগ সভাপতিকে অব্যাহতি

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল কুমিল্লার চান্দিনা থানার কালিয়ারচর পূর্ববাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২০১২ সালে ফরিদপুর জেলার সদরপুর থানায় করা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত আসামি চুন্নু মাতুব্বরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি জানান, গ্রেফতার চুন্নু ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছেন। তিনি মামলা রুজুর পর থেকে দীর্ঘ ১১ বছর বিভিন্ন ছদ্মবেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরএসএম/ইএ/এমএস