দেশজুড়ে

জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় তারেক আকন্দ (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তারেক পাঁচবিবি উপজেলার রতনপুর সরকারপাড়া এলাকার এনামুল আকন্দের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৩ এপ্রিল সকালে জয়পুরহাট সদর উপজেলার পূরানাপৈল এলাকায় ফেনসিডিল পাচারের খবর আসে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। এমন সংবাদে অভিযান চালিয়ে তারেককে আটক করেন ডিবি সদস্যরা। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সেদিনই সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ডিবির তৎকালীন এসআই জাহাঙ্গীর আলম। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। তবে আসামি জামিন নেওয়ার পর থেকে পলাতক আছেন। বিচারক রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এমআরআর/এমএস