প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ। বারবাডোসের হয়ে লম্বা সময় খেলার পর আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।অবসর নেওয়ার ব্যাপারে ন্যাশননিউজকে স্মিথ বলেছেন, অবসর নেওয়া খুবই কষ্টের। তারপরও আমার মনে হয়েছে, এখন বিদায় নেওয়ার ঠিক সময়। আর আমার দেশ বারবাডোসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।৮৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৮৫২ রান করেছেন স্মিথ। এর মধ্যে ৭টি সেঞ্চুরি ও ১৫টি হাফসেঞ্চুরি রয়েছে। এ ছাড়া জাতীয় দলের হয়ে ১০টি টেস্ট ও ৯৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।