দেশজুড়ে

সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত ছেলেসহ বাবা-মা গ্রেফতার

সিরাজগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের আদমজী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন-চৌহালী থানার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, তার স্ত্রী সুফিয়া খাতুন ও ছেলে শফিকুল ইসলাম।

আরও পড়ুন: যশোরে ২৫ মামলার আসামিসহ গ্রেফতার ৫

ওসি বলেন, চৌহালী আমলী আদালতে তাদের বিরুদ্ধে একটি সিআর মামলা হওয়ার পর থেকেই তারা পলাতক ছিলেন। তাদের অনুপস্থিততে আদালত প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

চৌহালী থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, আসামিরা দীর্ঘদিন পলাতক থাকায় গ্রেফতার করতে কিছুটা বেগ পেতে হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এম এ মালেক/জেএস/এমএস