জাতীয়

চট্টগ্রামে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীতে পৃথক অভিযানে নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এরমধ্যে বুধবার (২৩ আগস্ট) নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সি ব্লক থেকে তিনজনকে ১৭৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে চকবাজার থানাধীন ষোলশহর এলাকা থেকে ৫৪ কেজি গাঁজাসহ আরেক নারীকে গ্রেফতার করা হয়।

তাদের গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে চান্দগাঁও ও চকবাজার থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

গ্রেফতাররা হলেন- নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকার মো. শাহ আলমের ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. আহাম্মদ উল্লাহ ওরফে নাইম (৩০), চট্টগ্রামের ভুজপুর থানাধীন দাওয়াতের টিলা গ্রামের নুর আহাম্মদ ওরফে কালা মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. নুর উদ্দিন (৩২), আতুরার ডিপো এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. এসকান্দার (২৮)। এছাড়া নগরীর বাকলিয়া থানা এলাকা রাশেদুল আলম ওরফে রাশেদের স্ত্রী ময়নাকে (৩৫) গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, বুধবার চান্দগাঁও আবাসিক এলাকার সি ব্লক রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় দুটি চট্টগ্রাম নিবন্ধিত সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় অটোরিকশা দুটি থামিয়ে তল্লাশি করে দুটি গাড়ি থেকে ১৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। এসময় দুই সিএনজির চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে নগরীর ষোলশহর এলাকায় গাঁজা বিক্রির খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ময়না নামে এক নারী মাদক কারবারিকে ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

ইকবাল হোসেন/এমকেআর/জিকেএস