আন্তর্জাতিক

শরণার্থী সংকটে তুরস্ক-ইউরোপীয় ইউনিয়নের চুক্তি

শরণার্থী সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এই চুক্তির আওতায় গ্রিস থেকে শরণার্থীদের একাংশকে ফেরত নেয়ার বিনিময়ে তুরস্ককে বিভিন্ন সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। এখন থেকে যেসব শরণার্থী গ্রিসে আশ্রয়ের অনুমতি পাবে না অথবা যাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করবে ইইউ তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। তবে এই চুক্তির তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একে শরণার্থীদের পিঠ দেখানোর সঙ্গে তুলনা করেছে সংগঠনটি। চুক্তির আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী রোববার দিবাগত মধ্যরাতে গ্রিসে প্রবেশের পর আশ্রয়ের অনুমতি পাবেন না বা গ্রিসে থাকতে অস্বীকার করবেন তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। আর বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তুরস্কে অবস্থানরত কয়েক হাজার সিরীয় শরণার্থীর বসবাসের ব্যবস্থা করবে। একটি সূত্র জানায়, এই চুক্তির অধীনে তুরস্কে অবস্থানরত ৭২ হাজার সিরীয় শরণার্থীকে বসবাসের ব্যবস্থা করে দেবে ইইউ। সেইসঙ্গে তুরস্ককে আরো অর্থ সহায়তা, দ্রুত ভিসামুক্ত ভ্রমণ এলাকায় প্রবেশের অনুমতি এবং ইইউ’র সদস্য পদ দেয়ার বিষয়ে আলোচনা আবারও শুরু হবে। এতে তুরস্ক লাভবান হবে বলে সমালোচনা করেছে অনেকেই।টিটিএন/এমএস