রাজনীতি

বিএনপি মাছ না খেলেও মাছের ঝোল খায় : কৃষিমন্ত্রী

দশম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে অংশ গ্রহন করেছে, তারা মাছ না খেলেও মাছের ঝোল খায় বলে মন্তব্য করেছে কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে বঙ্গতাজ মিলনায়তনে গাজীপুর মহানগর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দশম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে অংশ গ্রহন করেছে। তারা মাছ না খেলেও মাছের ঝোল খায়। কেননা তারা ইউনিয়ন, সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছে। আবার উপজেলা নির্বাচনও করেছে।মতিয়া চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচন কি মামা বাড়ির আবদার। যে তা চাইলেই পাওয়া যায়। আর তাতে হাওয়া দিচ্ছে কিছু বিদেশী রাষ্ট্র। যারা স্বাধীনতা যুদ্ধের সময় খুব একটা আমাদের পক্ষে ছিল না।কৃষিমন্ত্রী বলেন, আমরা ওপরে আল্লাহ আর নীচে দেশবাসীকে নিয়ে থাকব। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাব। আবার ২০১৯ সালে নির্বাচন হবে, সে নির্বাচনে যদি আসেন তবে অংশ গ্রহন করবেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, জেলা পরিষদের প্রশাসক ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামান, কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।