ক্যাম্পাস

শাবিতে বিশ্ব বন দিবস পালিত

‘বন ও পানি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব বন দিবস’ পালিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।আয়োজকরা জানায়, সকাল ১০ টায় একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশসহ পৃথিবীব্যাপী বনভূমির পরিমাণ কমে আসছে। এর ফলে পরিবেশের ওপর নানাভাবে পড়ছে বিরূপ প্রভাব। তিনি সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভাগের অধ্যাপক ড. এ.জে.এম মঞ্জুর রশিদ, সহযোগী অধ্যাপক ড. বেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক রুমেল আহমদ, প্রভাষক সুমন রেজা, সৌরভ দাস, নুসরাত ইসলাম, বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শাবি শাখার সহ-সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।সমাবেশের পর বিভাগের নিজস্ব নার্সারিতে বৃক্ষরোপণ করা হয়। এ সময় চাপালিশ, জারুলসহ অর্ধশতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।উল্লেখ্য, বনের গুরুত্ব এবং বৃক্ষ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার জন্য ২০১৩ সাল থেকে এ দিনটি বিশ্ব বন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।আব্দুল্লাহ আল মনসুর/এসএস/পিআর