ক্যাম্পাস

জবি শিক্ষার্থী খাদিজার মুক্তি দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইনের গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।

রোববার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পরিবহন চত্বরে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

সমাবেশে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, ‘এ দেশে আমাদের কোনো স্বাধীনতা নেই। খাদিজাকে কারাগারে রেখে তার বাবা-মাকেও হয়রানি করা হচ্ছে। একটি রাষ্ট্রের আসলে কোথায় ভয় যে তাকে এতদিন জেলে রাখতে হয়। অবস্থা এমন যে, বর্তমান সরকারের সঙ্গে সহমত ভাই না বললেই আমাদের জেলে ঢুকতে হবে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি পুরো ক্ষমতাসীনদের হাতে। আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে খাদিজার জামিন মঞ্জুর করা হোক।’

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাইজা মাহজাবিন প্রমুখ।

মাহবুব সরদার/এসআর/জিকেএস