নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান ও আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজী আ. মোমেনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।সোমবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের অদক্ষ ও দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির মুক্তি দাবি জানান। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে স্থানীয় জনসাধারণ একাত্মতা ঘোষণা করেন।উল্লেখ্য, গত ১৯ মার্চ শনিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জালিয়াতির প্রতিবাদ করার সময় সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আ. মোমেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামালউদ্দিন খন্দকারের সমর্থকদের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের জের ধরে গতকাল বিকেলে রায়পুরা পুলিশ চেয়ারম্যান হাজী আ. মোমেনকে গ্রেফতার করে।সঞ্জিত সাহা/এফএ/পিআর