সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে বাবা আশরাফ আলী শেখকে (৬২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ছেলে মুছা শেখের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী শাহিদা খাতুন (৫৬)।
রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশির ভাগ সময় ওই পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। রাতে আশরাফ আলীর বড় ছেলে মুছা এবং ছোট ছেলে হারুনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের বাবা-মা এগিয়ে এলে মুছা তাদের এলোপাতাড়িভাবে কোদালের গোড়ালি দিয়ে পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই আশরাফ আলী মারা যান। এতে গুরুতর আহত হন তার স্ত্রী শাহিদা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহতের মেয়ে রাবেয়া খাতুন বলেন, আমার বাবাকে প্রকাশ্যে ভাই নামের কলঙ্ক মুছা পিটিয়ে হত্যা করেছে। ওর ফাঁসি চাই।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের বড় ছেলেকে আটক করা হয়েছে। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে হারুনকে থানায় আনা হয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এম এ মালেক/এমআরআর/জেআইএম