দেশজুড়ে

মায়ের কাছ থেকে ৭ মাসের শিশু চুরি, ১০ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরে শিশু (৭ মাস) চুরির ১০ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এসময় এক নারীসহ দুই জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিকালে জেলা শহরের বাঙ্গালগাছ এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুটি বাঙ্গালগাছ এলাকার রাজমিস্ত্রির সহকারী রহিম উদ্দিন ও হাবিবা আক্তার দম্পতির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন রহিম উদ্দিন। পাশে তার শিশুসন্তান রিয়াদ রোহানকে ফিডারে দুধ পান করাচ্ছিলেন স্ত্রী। এ সময় ঘরে আসেন প্রতিবেশী মাসুদের স্ত্রী জাকিয়া। তিনি শিশুটিকে নিজের ঘরে নেওয়ার কথা বলে নিরুদ্দেশ হয়ে যান। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় সন্দেহ হয় মায়ের। তিনি সন্তানের খোঁজে জাকিয়ার ঘরে যান। কিন্তু শিশুটিকে নেওয়ার কথা অস্বীকার করেন জাকিয়া। এতে মা কান্নাকাটি শুরু করেন।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে বর্বরোচিত হামলার শিকার ২২ দিনের শিশু

খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমান এবং পুলিশকে খবর দেন। পুলিশ জাকিয়া ও তার স্বামী মাসুদকে আটক করে। একই সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকিয়া ও মাসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম রাতে শিশুটিকে উদ্ধার করে । এ বিষয়ে রোববার দুপুরে জিএমপি হেড কোয়ার্টারে এক প্রেস ব্রিফিং বিস্তারিত জানানো হবে।

আমিনুল ইসলাম/জেএস/জেআইএম