চট্টগ্রামে আবুল হাসনাত নামে একজনের ওপর হামলা মামলায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র ্যাব। রোববার (২৭ আগস্ট) ফেনীর সোনাগাজী ও কুমিল্লার নাঙ্গলকোট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৩ জন হলো, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা সংলগ্ন নয়াপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম আকাশ (২৬), আকবর শাহ থানাধীন বিশ্বকলোনি এলাকার মৃত মো. মোস্তফার ছেলে মো. মানিক ওরফে লাল মানিক (২৭) এবং জানারখিল এলাকার মো. বাবুল সওদাগরের ছেলে মো. রুবেল (২৬)। তাদের মধ্যে মানিক কিশোর গ্যাং গ্রুপের প্রধান বলেও জানিয়েছে র ্যাব।
সোমবার সকাল ১১টার দিকে জাগো নিউজকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র ্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি বলেন, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে স্থানীয় আবুল হাসনাত নামে একজনের সঙ্গে মানিক গ্যাংয়ের সদস্যদের তর্ক হয়। ১৮ আগস্ট গ্যাং প্রধান মানিকের নেতৃত্বে কয়েকজন মিলে আবুল হাসনাতকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আকবার শাহ থানায় মামলা হয়। মামলার পরপরই মানিক ও অন্য আসামিরা গা-ঢাকা দেয়। এরপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে মামলার আসামি জাহাঙ্গীর আলম আকাশকে ফেনীর সোনাগাজী থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে মানিক ও রুবেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আবুল হাসনাতের ওপর হামলার কথা স্বীকার করেছে।
এই র ্যাব কর্মকর্তা আরও বলেন, এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল মানিক গ্যাং। তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রোববার রাতেই গ্রেফতার ৩ জনকে আকবর শাহ থানায় সোপর্দ করা হয়েছে।
ইকবাল হোসেন/এমডিআইএইচ/এসএনআর/জিকেএস