দেশজুড়ে

অনিয়মিত প্রশ্নে নিয়মিতদের পরীক্ষা, সেই কেন্দ্র সচিবকে অব্যাহতি

অনিয়মিত প্রশ্নে নিয়মিতদের পরীক্ষা, সেই কেন্দ্র সচিবকে অব্যাহতি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রের সচিব কেওয়াইএম আব্দুল্লাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (২৮ আগস্ট বিকেলে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. মাহবুব হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ‘অনিয়মিত প্রশ্নে নিয়মিতদের আলিম পরীক্ষা, দুশ্চিন্তায় ২২৬ শিক্ষার্থী' শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর তাকে অব্যাহতি দেওয়া হয়।

কেওয়াইএম আব্দুল্লাহ ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আলিম পরীক্ষা কেন্দ্রের সচিব ছিলেন।

Advertisement

জানা যায়, গত ২৭ আগস্ট (রোববার) সারাদেশে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলার আলিম পরীক্ষার একমাত্র কেন্দ্র ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার পর থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম দুশ্চিন্তায় রয়েছে।

আরও পড়ুন: অনিয়মিত প্রশ্নে নিয়মিতদের পরীক্ষা, দুশ্চিন্তায় ২২৬ শিক্ষার্থী

এ বিষয়ে ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্র সচিব ও মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেওয়াইএম আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কেন্দ্রের নিয়োজিত ট্যাগ অফিসার ও সুন্দরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর জাগো নিউজকে বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কেউ বিষয়টি আমাকে জানায়নি। যদি ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নিয়ে থাকে এ দায় আমার নয়, এর দায়-দায়িত্ব কেন্দ্র সচিবের।

Advertisement

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল জাগো নিউজকে বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষায় নেয়া ঠিক করেনি। বোর্ড চাইলে এ প্রশ্নপত্রের আলোকে খাতা দেখার নির্দেশ দিতে পারে, তখন পরীক্ষার্থীদের ফলাফল আসবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-নূর-এ আলম জাগো নিউজকে বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের পরামর্শে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে আরেকজনকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. মাহবুব হাসান জাগো নিউজকে বলেন, দায়িত্ব অবহেলার দায়ে ওই কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য ইউএনও'কে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরেকজন কেন্দ্র সচিবের দায়িত্ব অর্পণ করতে বলা হয়েছে।

শামীম সরকার শাহীন/আরএইচ/এমএস