দেশজুড়ে

বেশি দামে ডাব বিক্রি করায় ৩ বিক্রেতাকে জরিমানা

ঝালকাঠিতে ডাব বেচাকেনার রসিদ না থাকা ও বেশি দামে বিক্রি করার অপরাধে তিন বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা শহরের বিভিন্ন এলাকায় ডাবের দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাফিয়া সুলতানা বলেন, মূল্যতালিকা ছাড়া ও বেশি দামে ডাব বিক্রির অপরাধে তিন বিক্রেতাকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আতিকুর রহমান/এসআর/জেআইএম