২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মার্চ সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন, একই সময়ে অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত, ৬টা ১৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা ও পুস্তপস্তবক অর্পণ, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সন্তানদের মধ্যে মিষ্টি বিতরণ।এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সংগীত বিভাগের উদ্যোগে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গান, কবিতা, নৃত্য পরিবেশন এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে নাটক মঞ্চায়ন করা হবে। এছাড়া জোহরের নামাজের পর মসজিদুল জামিয়ায় বিশেষ মোনাজাত এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হবে প্রার্থনা। কালরাত স্মরণে জগন্নাথ হলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত ২৫ মার্চ সকালে জগন্নাথ হলে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিযোগিতা চলবে। এতে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার শিশুরা অংশগ্রহণ করতে পারবে। মোট তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপের প্রতিযোগিতায় প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা, ‘খ’ গ্রুপে চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত এবং ‘গ’ গ্রুপে অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতার বিষয়বস্তু হলো গ্রুপ-ক উন্মুক্ত, গ্রুপ-খ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং গ্রুপ-গ ২৫ মার্চ কালরাত। প্রতিযোগিদের বয়স বা শ্রেণি যাচাইয়ের জন্য স্কুলের পরিচয়পত্র ও একটি সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।এমএইচ/এনএফ/এবিএস