খেলাধুলা

তাসকিন ও সানি বহিষ্কার : আইসিসি কর্মকর্তাদের কুশপুতুল দাহ

বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে বহিষ্কারের প্রতিবাদে যশোরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকর্তাদের ‘প্রতীকী কুশপুত্তলিকা’ দাহ করাসহ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বিডি টাইগ্রার্স ফ্যান কমিউনিটি যশোরের উদ্যোগে সোমবার বিকেলে স্থানীয় নেতাজী সুভাষ চন্দ্র রোডে (চিত্রামোড়) এ কর্মসূচি পালিত হয়।  কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার কাউন্সিলর সন্তোষ দত্তসহ উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটপ্রেমী ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ। বিডি টাইগ্রার্স ফ্যান কমিউনিটি যশোরের পক্ষে রাজিবুল হক তুর্য জানান, আইসিসির বিমাতা সুলভ আচরণে আমরা ক্ষুব্ধ। তারই বহিঃপ্রকাশ হিসেবে আজকের এ কর্মসূচি। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইসিসির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক। আমরা সবসময় বিসিবির সঙ্গে আছি।মিলন রহমান/এমএএস/আরআইপি