সীমানা সংক্রান্ত জটিলতার কারণে মঙ্গলবার অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। এলাকাবাসীর এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার উচ্চ আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সীমান্ত নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় উচ্চ আদালতের বরাত দিয়ে নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিত রাখতে বলা হয়। তাই সোনারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি