দেশজুড়ে

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ২০ জন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার অদূরে পাকুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের চারজনই বিআরটিসি বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের চিলমারীগামী বিআরটিসির যাত্রীবাহী বাস পাকুরতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পার্শ্বে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এসময় অন্তত আরো ২০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার কারণে ট্রাকটি মহাসড়কে আড়া আড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পার্শ্বে  শতশত যাবাহন আটকা পড়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।এআরএ/আরআইপি